Header Ads Widget

Responsive Advertisement

আ.লীগ নিষিদ্ধে শুকরানা—কুষ্টিয়ায় জামায়াতের জনসমাবেশ


আ.লীগ নিষিদ্ধে শুকরানা—কুষ্টিয়ায় জামায়াতের জনসমাবেশ

ফ্যাসিস্ট আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণাকে কেন্দ্র করে কুষ্টিয়ায় শুকরানা সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (১১ মে) বিকেল ৫টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে জেলা শাখার আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহরের কেন্দ্রস্থলে অনুষ্ঠিত এ সমাবেশের সূচনা হয় বাদ আসর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য ডা. নূরুল আমিন জসিম।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসেম। সমাবেশটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার।

বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, জেলা নায়েবে আমীর মো. আব্দুল গফুর, সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিন, খাইরুল ইসলাম রবিন, শহর আমীর এনামুল হক এবং ইসলামী ছাত্রশিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাও. জুলফিকার আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি এস এম মহসিনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে কুষ্টিয়ার বিভিন্ন উপজেলা থেকে আগত হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠানটি এক গণজমায়েতে রূপ নেয়।

Post a Comment

0 Comments