কুলাউড়ায় কুলাউড়ায় মাদ্রাসা কমিটির সভাপতি ও সদস্য সচিবের বিরুদ্ধে মামলা
ষ্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার জেলা প্রশাসকের কাগজ জালিয়াতি প্রমাণিত হওয়ায় কুলাউড়া উপজেলার বাদে ভূকশিমইল মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা কমিটির সভাপতি ও সদস্য সচিবের বিরুদ্ধে মামলা করেছেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। ২০ মে কুলাউড়া থানায় জেলা প্রশাসকের পক্ষে উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মনি সিংহ এ মামলা দায়ের করেন।
মামলার এজহার ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, কুলাউড়গা উপজেলা নির্বাহী অফিসার এর ০৮/১১/২০২৩ তারিখের ০৫.৪৬.৫৮৬৫. ০০২.০১.০০১.২৩-১১১৯নং স্মারক মূলে দাখিলকৃত প্রতিবেদনের প্রেক্ষিতে কুলাউড়া উপজেলার বাদে ভূকশিমইল মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা এর নির্বাহী কমিটির সদস্য হিসেবে হাজী মো: তনজব আলী, মোঃ আব্দুল জলিল তুলা জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখার ২০/১১/২০২৩ তারিখের ০৫.৪৬.৫৮০০.০১১.৯৯.১০২,২৩-৩৮৪ নং স্মারকমূলে জেলা প্রশাসক মহোদয় কর্তৃক মনোনয়ন প্রদান করা হয়। এ ব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার জানতে পারেন পরবর্তীতে মাদ্রাসা কর্তৃপক্ষ জেলা প্রশাসকের কার্যালয়ের গত ২০/১১/২০২৩ তারিখের নির্বাহী কমিটির সদস্য হাজী মোঃ তনজব আলী এবং মোঃ ফজল আহমেদ ফজলু মনোনয়ন পত্রটি জাল করিয়া গত ২০/১১/২০২৩ তারিখের স্থলে ১০/১১/২০২৪ তারিখ ০৫.৮৬.৫৮০০.০১১.৯৯.১০২.২৩-৩৮৪ নং স্মারকে একই পত্র প্রস্তুত করে এবং হাজী মোঃ তনজব আলী ও মোঃ ফজল আহমেদ ফজলু স্বাক্ষর ও সীল মোহর প্রদান করে বাদে ভূকশিমইল মোহাম্মদিয়া দাখিল মাদরাসার প্যাডে ০৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির তালিকা প্রস্তুত করে কমিটি অনুমোদনের জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রেরণ করেন।
এ ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে বাদে ভূকশিমইল মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার ও রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরীবাজার জিএস কুতুব শাহ দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. মাছুম আহমদ’কে আটক করে পুলিশে সোপর্দ করেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। পরবর্তীতে মো: মাছুম আহমদ কোর্ট থেকে জামিনে ছাড়া পান।
অনুসন্ধানে জানা যায়, সাবেক সুপার মাওলানা মো: মাছুম আহমদ একই সাথে চৌধুরীবাজার জিএস কুতুব শাহ দাখিল মাদ্রাসা ও বাদে ভূকশিমইল মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা থেকে বেতন নিচ্ছেন। চৌধুরীবাজার জিএস কুতুব শাহ দাখিল মাদ্রাসা’র ইনডেক্স নম্বর এম০০৫২৫২৯। বাদে ভুকশিমইল মাদ্রাসার ইনডেক্স নম্বর ২৩০১৮৪৪। একজন মাদ্রাসা শিক্ষকের এমন জালিয়াতিতে হতবাক শিক্ষক সমাজ।
কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য মামলার বিষয়টি নিশ্চিত করেন
0 Comments