Header Ads Widget

Responsive Advertisement

মৌলভীবাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক

 


নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক সঞ্জয় পাশী জয়কে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১১ মে) বিকেলে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি বিশেষ দল ভানুগাছ রোডের গ্র‍্যান্ড সুলতান রিসোর্ট এলাকার কাছাকাছি অভিযান পরিচালনা করে। এই অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক সঞ্জয় পাশী জয়কে একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, আটককৃত সঞ্জয় পাশীর বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি মামলা নথিভুক্ত আছে এবং তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কুলাউড়া থানায় প্রেরণ করা হবে।

Post a Comment

0 Comments